শিক্ষাই জাতির মেরুদন্ড। তবে, সে শিক্ষা হতে হবে সু-শিক্ষা।যা, প্রতিটি ব্যাক্তিই তার মৌলিক অধিকার হিসেবে অর্জন করবে।এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমেই বিশ্ব এগিয়ে যাবে তার নতুন গন্তব্যে।সেই পথচলার দৃঢ় প্রত্যয়কে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর। সুলতানপুরের কয়েকজন গুণগ্রাহী ব্যাক্তির ঐকান্তিক প্রচেষ্টা আর নিঃস্বার্থ দানশীলতার কারণের রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন সুলতানপুর ইউনিয়নের অনগ্রসর নিভৃত পল্লীবালার কোলে সুলতানপুর উচ্চ বিদ্যালয় আজ স্থান দখল করে নিয়েছে অত্র ইউনিয়নের একমাত্র এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে।আমরা সময়ের সাথে এগিয়ে চলতে সর্বদা দ্বিধাহীন আর ভবিষ্যৎ কান্ডারীদের নতুনত্বের স্বাদ গ্রহনের মাধ্যমে দিতে চাই দিগন্ত রেখা পাড়ি দেওয়ার অদম্য অনুপ্রেরণা। তাদের চলার পথে দ্বীপশিখা নিয়ে সর্বদা আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী রয়েছেন। সময়ের চাওয়াকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা শিক্ষার্থীদের সারা বছর উপহার দিই প্রযুক্তি নির্ভর আর বাস্তব ভিত্তিক শিক্ষা।তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে  কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ নানাবিধ সহশিক্ষা কার্যক্রম। ২০২২ খ্রিস্টাব্দে বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকলের জন্য চালু করা হল তথ্য ভান্ডার স্বরূপ একটি ডায়নামিক ওয়েবসাইট। শিক্ষার্থীসহ সকলেই বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ঘরে বসেই পেয়ে যাবে।আর বর্তমান এগিয়ে যাবে একটা সুন্দর আগামীর দিকে, এ বিশ্বাস আমারা মনে প্রাণে পোষণ করি।  

 

WhatsApp Image 2022-09-28 at 1.30.27 PM
(লিটন কুমার নাগ)
প্রধান শিক্ষক
সুলতানপুর উচ্চ বিদ্যালয়