সভাপতির কিছু কথা

সুলতানপুর উচ্চ বিদ্যালয় রাজবাড়ী সদর উপজেলার নিভৃত পল্লী সুলতানপুর গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পেরিয়ে আজ এক আদর্শ বিদ্যাপিঠ হিসেবে স্বীকৃত।
ভৌগলিক অবস্থানের কারণে এই বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। তৎকালীন সময়ে ১০ কিঃমিঃ এর মধ্যে আর কোন মাধ্যমিক বিদ্যালয় ছিলো না।
সমাজ হিতৈষী-শিক্ষানুরাগী হাফেজ জয়নাল আবেদীন, আছিরউদ্দীন সরদার, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব ওয়াহীদ উদ্দিন তালুকদার সহ তৎকালীন কিছু গুণীজন অনুধাবন করেছিলেন এই অঞ্চলের উন্নয়ন করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা অনিবার্য। তাঁদের দূরদর্শী চিন্তা ও অক্লান্ত পরিশ্রম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের দান-অনুদানে গড়ে উঠে সুলতানপুর উচ্চ বিদ্যালয়।
কালের পরিক্রমায় আজ এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় ৮০০ জন। বিগত পঞ্চাশ বছরে এই বিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন বহু গুণীজন। বর্তমানে তথ্যপ্রযুক্তি বিষয়সহ জাতীয় পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কোভীড-১৯ মহামারির কারণে প্রথম দিকে কিছুটা সমস্যা হলেও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুতই বিদ্যালয়ের দক্ষ শিক্ষকবৃন্দ অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনা শুরু করেন। যার ফলে শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত না হয়েও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়।
শিক্ষিত জাতি গঠনে সুলতানপুর উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আশা করি। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে প্রাক্তন শিক্ষক মন্ডলী, ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।
জুলকর শাহীন
সভাপতি
ব্যবস্থাপনা কমিটি
সুলতানপুর উচ্চ বিদ্যালয়